ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচনী প্রচারণায় আফরোজা আব্বাস

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
নির্বাচনী প্রচারণায় আফরোজা আব্বাস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা শুরু করেছেন ত‍ার স্ত্রী আফরোজা আব্বাস।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় মতিঝিল এজিবি কলোনী মসজিদ মার্কেট থেকে তিনি প্রচারণা শুরু করেন।



এ সময় তিনি ভোটারদের হাতে মির্জা আব্বাসের ছবি সম্বলিত বিভিন্ন ধরণের পোষ্টার  তুলেন দেন।

নির্বাচনী প্রচারণার সময় তার সঙ্গে ছিলেন- ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক, তাঁতী দলের ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম মিন্টু, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতা আব্দুল হাকিমসহ বিএনপিসহ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মির্জা আব্বাসের পক্ষে প্রচারণায় দলীয় নেতাকর্মীদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হয়রানী করছে বলে গণমাধ্যমের কাছে অভিযোগ করেন আফরোজা আব্বাস। তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা নির্বাচনী এলাকার বিভিন্ন দিকে প্রচারণায় নামলেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নানা ভাবে হয়রানী করছেন। এতে আমাদের প্রচারণায় বিঘ্ন ঘটছে।

প্রচারণ‍ায় আফরোজা আব্বাসের সঙ্গে ছিলেন- কাউন্সিলর প্রার্থী রওশনারা হারুন। তিনি তার নিজের জন্য ভোটারদের কাছে ভোট ও দোয়া চান।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।