সাতক্ষীরা: সাতক্ষীরায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের আট কর্মীসহ ৩৫ জন গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে পাটকেলঘাটা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশেনের সাধারণ সম্পাদক ও জামায়াতের রোকন অ্যাডভোকেট বাসারাতুল্লাহ আওরঙ্গীসহ জামায়াতের ৬ ও বিএনপির ২কর্মী রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এসএইচ/