ঢাকা: সিটি নির্বাচনে অংশ নেওয়া বিএনপির কোনো প্রার্থী গ্রেফতার হলেই তার জয় নিশ্চিত বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত এক পেশাজীবী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বিএনপিপন্থী এ সিনিয়র আইনজীবী বলেন, ঘরে থাকলেও গ্রেফতার নির্যাতনের শিকার হবেন। সুতরাং বাইরে বের হয়ে আসুন। রাস্তায় নামলে পুলিশ যদি গ্রেফতার করে তাহলে ওই মুহুর্তেই আপনার জয় নিশ্চিত হয়ে যাবে।
কারণ, জনগণ দেখবে আপনাকে নির্বাচন থেকে সরিয়ে দিতেই সরকারের এ অপচেষ্টা।
এ সময় তিনি শেষবার হলেও বিএনপি নেতাকর্মীদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান।
বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ও শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুইয়ার মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এসএ/আইএএ/ জেডএস