ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির সমর্থনের অপেক্ষায় ছিলাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
বিএনপির সমর্থনের অপেক্ষায় ছিলাম তাবিথ আউয়াল

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রথম দিনের মতো প্রচারণায় নামলেন বিএনপির সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল। দেরি করে প্রচ‍ারণা শুরুর কারণ হিসেবে তিনি বলেন, বিএনপির সমর্থনের অপেক্ষায় ছিলাম, এটাকে আমি দেরি মনে করি না।

নিয়ম অনুযায়ী যা যা করণীয় সবই আমি করছি।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজারে আম্বর শাহ মসজিদে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল।

এরপর ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় প্রচারণা ও গণসংযোগে নামবেন বলেও জানান তিনি।

তাবিথ বলেন, ঢাকাকে আন্তর্জাতিক মানের আদর্শ শহরে পরিণত করতে চাই। সেই লক্ষ্যেই কাজ করে যাব। ২০ দলীয় জোটের সমর্থিত প্রার্থী আমি, আশা করি সবার সহযোগিতা ও সমর্থন পাব।

এর আগে আম্বর শাহ মসজিদের সামনে তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণা উপলক্ষে সমবেত সমর্থকদের মধ্যে অন্তর্কোন্দল বাধে। স্বেচ্ছাসেবকদলের এক নেতাকে সরিয়ে দিতে দু’গ্রুপে হাতাহাতির সৃষ্টি হয়।

** জুম্মার পরে প্রচারণায় নামবেন তাবিথ

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।