ঢাকা: দল সমর্থিত প্রার্থীর প্রচারণায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মাঠে নামলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।
তিনি বলেছেন, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া যদি নির্বাচনী প্রচারণায় মাঠে নামেন, তাহলে কি লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে?
তবে তিনি (খালেদা) মাঠে থাকলে শক্ত একটা যুদ্ধ হবে বলেও মনে করেন আনিসুল হক।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর খিলক্ষেতে লোটাস কামাল টাওয়ারের নিজ অফিসে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
“তারুণ্যের চোখে কেমন ঢাকা চাই” শীর্ষক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, মেয়র প্রার্থী আনিসুল হকের সহধর্মীনি ও মোহাম্মাদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।
বিএনপি নির্বাচনে অংশ নেওয়ায় স্বাগত জানিয়ে আনিসুল হক বলেন, অনেক দিন পরে হলেও বিএনপি নির্বাচনে এসেছে। এজন্য তাদের স্বাগত জানাই।
তিনি বলেন, প্রতিদ্বন্ধী যেই হোক খাটো করে দেখার নেই। যেই আসুক শক্ত প্রতিপক্ষই হবে। ভোটের মাঠে প্রতিদ্বন্ধিতার বিষয় নির্ভর করে ভোটারদের ওপর।
দীর্ঘ ২৫ বছরের সংগ্রামে আজকের এই অবস্থানে আমি। ২৫ বছরের অর্জন মাত্র পাঁচ বছরে নষ্ট হতে দিতে পারি না বললেন আনিসুল হক।
আনিসুল হক বলেন, গত সাত দিন ধরে ঢাকা উত্তরের বাসিন্দাদের কাছে যাচ্ছি। প্রতিটি ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছি। ঘুমের সময় বাদ দিয়ে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছি। বিজয়ী হলে এ পরিশ্রম বৃথা যেতে দেবো না।
নিজের নির্বাচনী প্রতীক টেবিল ঘড়ি মার্কায় ভোট দেওয়ার জন্য উত্তরের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন পরিশ্রম করছি ভোটের জন্য। এরপর জয়ী হলে পরিশ্রম করবো সাধারণ মানুষের জন্য।
শনিবার (১১ এপ্রিল) আনিসুল হক তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন বলেও জানান। এ ইশতেহারে চমক থাকছে বলেও জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এসএম/বিএস