ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

লেভেল প্লেয়িং ফিল্ডের আশা তাবিথের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
লেভেল প্লেয়িং ফিল্ডের আশা তাবিথের ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করবে এই আশা প্রকাশ করে ‘বাস’ প্রতীক নিয়ে প্রচারণায় নামলেন বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের আম্বরশাহ মসজিদে জুম্মার নামাজ পড়ার পর নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি।



ঢাকাকে আন্তর্জাতিক ও আদর্শ নগরীতে রূপান্তরের ঘোষণা দিয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের কাছে ভোট চান তাবিথ।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, মাত্র তো কাজ শুরু করেছি। আমি আশা করি, নির্বাচন কমিশন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করবে।

তাবিথ আরও বলেন, ২০ দল ও সাধারণ মানুষের সমর্থন পেয়েছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।

তরুণদের সঙ্গে নিয়ে ঢাকার কাজে আওয়ামী লীগ সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিসুল হককেও আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপির দলীয় নেতা-কর্মীরা ও কারওয়ান ‍বাজারের ব্যবসায়ী নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এসকেএস/এসইউ/এমজেএফ

** আনিসুল ঘড়ি, তাবিথ পেলেন বাস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।