ঢাকা: ‘তাবিথ-আব্বাস নয়, মাহী-রেজাই বিএনপির আসল সমর্থিত প্রার্থী’ বলে জানিয়েছেন বিএনপির ‘সংকটকালীন মুখপাত্র’ হিসেবে নিজেকে দাবি করা কামরুল হাসান নাসিম।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে এ সংক্রান্ত একটি বিবৃতি পাঠান ‘বিএনপির রাজনীতির ক্রান্তিকালীন সময়ের সংকটকালীন মুখপাত্র’ পরিচয় দিয়ে।
কামরুল হাসান নাসিম বলেন, ‘বিএনপি কারো স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তে রাজনৈতিক অপশক্তির ধারকের কাছে মাথা নত করবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বা পুত্র হওয়াটাই কেবল বিএনপির নেতৃত্ব দেওয়ার প্রধান শর্ত হতে পারে না। ঘরে ঘরে জিয়াউর রহমান রয়েছেন। তাদের সততা, মেধা, দূরদৃষ্টি, দেশপ্রেম ও চরিত্র থাকলেই, তারা আগামী দিনের বিএনপিকে নেতৃত্ব দেবে বলে বিশ্বাস করি’।
সিটি করপোরেশন নির্বাচনে সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, ‘যৌক্তিক কারণে ঢাকা উত্তরের জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাসী থাকা মাহী বি চৌধুরী। আর সজ্জন ও শিক্ষিত সমাজকর্মী হিসেবে পরিচিত দক্ষিণের প্রার্থী ড. রেজা চৌধুরীকে আসল বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে সব ধরনের সহযোগিতা করা যায়। ’
নাসিম বলেন, আমি আশা করবো, ঢাকা উত্তর ও দক্ষিণবাসীরা যথাক্রমে মাহী বি চৌধুরী ও ড. রেজাকে ভোট দিয়ে জয়যুক্ত করার নিরব বিপ্লবে অংশ নেবেন।
গেল ৯ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ ঘোষণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংকটকালীন সময়ের মুখপাত্র হিসেবে বলা হয়েছিল, আসন্ন ডিসিসি নির্বাচনে বর্তমান বিএনপির সরাসরি কোনো প্রার্থী সমর্থন দেওয়ার সুযোগ নেই। কারণ তা অবৈধ হবে। সঙ্গত কারণেই স্থানীয় সরকার নির্বাচনকে অর্থবহ বা সম্মান দেখাতে ব্যক্তি বিশেষকে সমর্থন দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী চ্যালেঞ্জ হাতে নেওয়ার অবকাশ রয়েছে।
তিনি বলেন, ‘আমি দলের পক্ষ থেকে এও বলছি, যদি বিএনপির শীর্ষ অবৈধ নেতৃত্ব আসন্ন এই নির্বাচনের জন্য প্রত্যক্ষ অংশগ্রহণের পর্যায়ে পৌঁছায়, তবে জিয়াউর রহমানের আদর্শে অনুরণিত থেকে জিয়া সৈনিকরাও ঘরে বসে থাকবে না’।
নাসিম বলেন, আমি আশা করবো, শুভ বুদ্ধির উদয় ঘটিয়ে অবৈধ ও ব্যর্থ নেতৃত্বের বিএনপি সিটি নির্বাচনে তাদের প্রচারণা থেকে বিরত থাকবে। কার্যত যখনই একাদশ জাতীয় নির্বাচন এই দেশে অনুষ্ঠিত হবে, তখনই আজকের এই নতুন অভিযাত্রার (সংবাদ মাধ্যমের পরিভাষায় আসল বিএনপির উদ্যোগ) চূড়ান্ত বিজয় দেখার দৃশ্যমান বাস্তবতা পরিলক্ষিত হবে।
তিনি বলেন, দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা, শাসনরীতিকে উৎকর্ষের জায়গায় পৌঁছানো এবং উচ্চ আয়ের বাংলাদেশ করাই বিএনপির ফলত লক্ষ্য। সেখানে আজকের শীর্ষ অবৈধ নেতৃত্বকে দলের সঙ্গে থাকতে গেলে নতুন নেতৃত্বের পেছনেই সমর্থক হিসেবে থাকতে হবে।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘন্টা, এপ্রিল ১০, ২০১৫
এসকেএস/আইএ