ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

কোকোর মিলাদে যোগ দিতে নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড়

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
কোকোর মিলাদে যোগ দিতে নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নয়াপল্টন থেকে: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনায় ‍আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দিতে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীর ঢল নেমেছে।

তিন মাসেরও বেশি সময় পর শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নেতাকর্মীর পদচারণায় আবারও মুখর হয়ে উঠেছে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা।

শুক্রবার বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এতে যোগ দিতে কার্যালয়ের সামনে নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি জোটের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। উপস্থিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, এনাম আহমেদ চৌধুরী, বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি নেতা কাজী আসাদ, ওলামা দল সভাপতি মাওলানা আবদুল মালেক, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম,  মহিলা দল সভাপতি নূরে আরা সাফা, নেত্রী বিলকিস জাহান শিরিন, নিলোফার চৌধুরী মনি, হেলেন জেরিন খান, শাম্মী ‍আখতার, কৃষক দল নেতা শাহজাহান মিয়া সম্রাট, ওলামা দল নেতা অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ।

প্রায় তিন মাস পর গত ৪ এপ্রিল সন্ধ্যায় নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় কার্যালয় ফটকের তালা ভেঙে প্রবেশ করেন বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন। তারপর থেকে আবারও নিয়মিত কার্যালয়ে আসা-যাওয়া শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা।

তবে, শুক্রবারের আগ পর্যন্ত সিনিয়র কোনো বিএনপি নেতা কার্যালয়ে আসেননি। কোকোর মিলাদ মাহফিলে অংশ নিতে আসা সিনিয়র নেতারা সেই ‘দীর্ঘ-বিরতি’ ভাঙলেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এমএম/এইচএ/

** কার্যালয় থেকে সরেছে পুলিশ, কোকোর মিলাদে আসছেন নেতারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।