ঢাকা: এক মাস ধরে নিখোঁজ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান দিতে না পারার দায়ভার সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে গুলশানে সালাহউদ্দিনের বাসায় তার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার পর তিনি এ মন্তব্য করেন।
মওদুদ বলেন, আমরা মনে করি সরকারি বাহিনীর হাতে যদি সালাহউদ্দিন না থাকতেন তাহলে একদিনের মধ্যেই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী তার সন্ধান দিতে পারতো। সরকারি বাহিনীর লোকজন তাকে তুলে নিয়ে গেছে বলেই তারা সালাহউদ্দিনের সন্ধান দিচ্ছে না।
তিনি জানান, সালাহউদ্দিন নিখোঁজ হওয়ার তিনদিন আগে ৭ মার্চ তার দুই গাড়ি চালক এবং এক সহকারীকে আটক করে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। তাদের ওপর নির্যাতন চালিয়েই সালাহউদ্দিনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় আইন-শৃংখলা বাহিনী। এরপর ১০ মার্চ সালাহউদ্দিন নিখোঁজ হন।
সালাহউদ্দিন আহমেদ এখনো জীবিত রয়েছেন এমন আশা ব্যক্ত করে মওদুদ বলেন, পরিবার পরিজনের সঙ্গে কথা বলে মনে হয়েছে সালাহউদ্দিন এখনও জীবিত রয়েছেন।
দলীয় দায়িত্ব পালনকালে নিখোঁজ হন এই প্রতিভাবান নেতা। সুতরাং দেশের একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ হিসেবে তাকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের। এ বিষয়ে আদালতে যে মামলা হয়েছে ১৫ এপ্রিল তার রায় হবে। আমারা আশা করছি একটা সংবেদনশীল রায় পাবো আমরা।
এ সময় সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ বলেন, সালাহ উদ্দিনের দুই গাড়িচালক ও এক সহকারী গ্রেফতার হওয়ার মধ্যে দিয়েই বোঝা যায় সালাহউদ্দিনকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীই তুলে নিয়ে গেছে। গ্রেফতারের তিনদিন পর তাদের আদালতে তোলা হয় এবং ওই রাতেই নিখোঁজ হন সালাহউদ্দিন।
হাসিনা বলেন, সরকারের কাছে আমার একটাই দাবি, অক্ষত এবং সুস্থ শরীরে যেনো সালাহউদ্দিনকে ফিরিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এজেড/এসএন/আরআই