ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

সৌদি আরবের ইয়েমেন অভিযানে এরশাদের সমর্থন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
সৌদি আরবের ইয়েমেন অভিযানে এরশাদের সমর্থন হুসেইন মুহম্মদ এরশাদ

ঢাকা: ইয়েমেনে জঙ্গি দমনে সৌদি আরব সরকারের ভূমিকার প্রতি সমর্থন জানিয়েছেন, ‍জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
 
শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে এ সমর্থনের কথা ‍জানিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি।


 
বিবৃতিতে এরশাদ বলেন, মধ্যপ্রাচ্যের শান্তিপূর্ণ দেশ ইয়েমেনে যেভাবে জঙ্গি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছিলো তা দমনের চেষ্টা না করা হলে ওই অঞ্চল আরো অশান্ত হয়ে উঠতো। এ অবস্থায় সৌদি সরকারের সময়োপযোগী পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে সৌদি আরবের সরকারকে ধন্যবাদ জানাই।
 
তিনি আরও বলেন, এর আগেও ইরাক কর্তৃক কুয়েত দখলের পরে সৌদি আরব অভিযান পরিচালনা করে কুয়েতের সার্বভৌমত্ব রক্ষা করেছিল। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে সে সময় আমি বাংলাদেশ থেকে সৈন্য প্রেরণ করেছিলাম।
 
এরশাদ বলেন, আমি সর্বদা’ই মধ্যপ্রাচ্যের ভ্রাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্রসমূহে শান্তি ও সমৃদ্ধি কামনা করি।   সৌদি আরব মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার ক্ষেত্রে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ জন্য গোটা মুসলিম জাহান সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞ থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এসআই/এসইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।