নয়াপল্টন থেকে: আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
শুক্রবার (১০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে এ দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
দোয়া মাহফিলের পর বিশেষ মোনাজাত শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় কোকোসহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করেন তাবিথ আউয়াল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর এ পুত্র তাকে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ায় বিএনপি প্রধান খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তৃতায় তিনি আন্তর্জাতিক মানের ঢাকা গড়ার সুযোগ দিতে সর্বস্তরের নেতাকর্মীসহ ঢাকা ও দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সকাল থেকে পবিত্র কোরআনখানির পর বাদ আসর আয়োজিত কোকোর দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।
ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আবদুল মালেকের পরিচালনায় এতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, এনাম আহমেদ চৌধুরী, বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি নেতা কাজী আসাদ, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম, মহিলা দল সভাপতি নূরে আরা সাফা, নেত্রী বিলকিস জাহান শিরিন, নিলোফার চৌধুরী মনি, হেলেন জেরিন খান, শাম্মী আখতার, কৃষক দল নেতা শাহজাহান মিয়া সম্রাট, ওলামা দল নেতা অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এমএম/এইচএ/