ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২নং আমিরবাড়ি ইউনিয়ন যুবলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাশিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল হক সবুজ।
সম্মেলনে বক্তারা বলেন, তৃণমূল থেকে যুবলীগকে সুসংগঠিত করে জামায়াত-বিএনপির ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচির দাতভাঙা জবাব দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
আইএ