ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

খুন ছাড়া কোনো অর্জন নেই খালেদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
খুন ছাড়া কোনো অর্জন নেই খালেদার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ৩ মাসের তাণ্ডবে মানুষ খুন, যানবাহন পোড়ানো ও জাতীয় সম্পদ ধ্বংস ছাড়া খালেদা জিয়ার আর কোনো অর্জন নেই।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ও নৌকাডুবিতে নিহতদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



নাসিম বলেন, পুরস্কার হিসেবে জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে আবার নিজ ঘরে ফিরে যেতে বাধ্য হয়েছেন খালেদা জিয়া।

তিনি বলেন, তথাকথিত আন্দোলনে খালেদা জিয়া বা তার দলের নেতাদের কোনো ক্ষতি হয়নি। তিনি দলীয় অফিসে আশ্রয় নিয়ে আরাম-আয়েশে দিন কাটিয়েছেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশকে বিশ্বের অনেক রাষ্ট্র এখন উন্নয়নের রোল মডেল হিসেবে অনুসরণ করছে। বিষয়টি বাংলাদেশেকে আন্তর্জাতিক অঙ্গণে এক বিশেষ মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সুশাসনের জন্যই এটা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোটের অপশাসনের কারণে বিনষ্ট হওয়া দেশের ভাবমূর্তি এখন পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

উপজেলার চরাঞ্চল খাসরাজবাড়ি ইউনিয়নের দাদবয়ড়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, লুৎফর রহমান মুকুল, আসলাম উদ্দিন, আল আমিন প্রমুখ।

এর আগে মোহাম্মদ নাসিম উপজেলা আওয়ামী লীগ অফিসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে যমুনা নদীর ভাঙনরোধে চলমান নদীতীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।   

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।