ঢাকা: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার জন্য ১৬টি কমিটি গঠন করেছে স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের বাসায় আয়োজিত এক প্রস্তুতি সভায় এ কমিটিগুলো গঠন করা হয়।
স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে এবং আনু মো. শামীম আজাদের পরিচালনায় সভায় অংশ নেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইফুল ইসলাম পটু, মারুফ আল হাসান, আসাদুজ্জামান নেছার, জিয়াউল হক শাহী, অ্যাডভোকেট জহির রায়হান জসিম, আবু তাহের পাটোয়ারী, তাজুল ইসলাম তাজ, যুগ্ম-সম্পাদক সাদরেজ জামান, কাজী রহমান মানিক, আমিনুল ইসলাম, আশরাফুর রহমান, কামরুজ্জামান বিপ্লব, লিটন মাহমুদ, রফিক হাওলাদার, কাদের হালিমী, সাহাবুদ্দিন ফারুক, দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, কোষাধ্যক্ষ সৈয়দ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন উজ্জল, আক্রামুজ্জামান টুকন, এম জি মাসুম রাসেল, রফিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।
সভায় নেতাকর্মীদের সর্বাত্মক প্রচারণায় ঝাঁপিয়ে পড়ার আহবান জানানো হয়।
পাশাপাশি সংগঠনের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
রাতে স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চুর পাঠানো এক বার্তায় এসব কথা জানানো হয়।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এইচএ