রাজশাহী: সম্প্রতি হাফিজুর রহমান ও সাহাবুদ্দিন বাচ্চুকে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে কমিটি ভেঙে দেওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী জাতীয় পার্টির (জাপা) রাজনীতির অঙ্গন।
গত ৬ এপ্রিল পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নেওয়া এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন জেলা কমিটির ১৯১ জন সদস্যের মধ্যে ১৬৭ জন সদস্য।
কমিটি ভেঙে দেওয়ার ঘটনায় সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা দলের নেতা ও সাবেক এমপি আবুল হোসেনকে অভিযুক্ত করে রাজশাহী জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন। পাশাপাশি এ চক্রান্তের সঙ্গে জড়িত জেলা জাপার আরও দুই নেতা আব্দুর রাজ্জাক ও শামসুদ্দিন রেন্টুরও বহিষ্কার দাবি করেন।
কেবল তাই নয়, যতক্ষণ পর্যন্ত এর সমাধান না আসবে ততক্ষণ পর্যন্ত রাজশাহী জেলার ৯টি উপজেলা, ১৩টি পৌরসভা ও ৭২টি ইউনিয়ন পরিষদে সব ধরনের দলীয় কাজ স্থগিত ঘোষণা করা হয়েছে সমাবেশে।
সমাবেশে নেতাকর্মীরা আগামী কয়েকদিনের মধ্যে আগের কমিটি বহালের দাবিতে ঢাকায় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের কাছে যাওয়ার ঘোষণা দেন।
শুক্রবার দুপুরে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জাপার সাধারণ সম্পাদক পদ থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত সাহাবুদ্দিন বাচ্চু।
সভায় বক্তারা বলেন, অব্যাহতিপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চুর নেতৃত্বে জেলা জাতীয় পার্টি অনেকে এগিয়ে গেছে। স্বার্থপর কয়েকজন নেতার কথায় কেন্দ্রের এ ধরনের সিদ্ধান্তের কারণে সাজানো-গোছানো জাতীয় পার্টি ভেঙে পড়েছে।
কেন্দ্র যদি তাদের দাবিগুলো না মানে তাহলে আগামীতে বড় আন্দোলনের হুমকিও দেন তারা।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এসএস/এইচএ/