ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

৩ মাস পর খুললো বরিশাল বিএনপির কার্যালয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
৩ মাস পর খুললো বরিশাল বিএনপির কার্যালয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: দীর্ঘ প্রায় ৩ মাস বন্ধ থাকার পর তালা খোলা হয়েছে বরিশাল বিএনপির কার্যালয়। পরে সেখানে আসতে শুরু করেন নেতাকর্মীরা।



শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এসে মহানগর বিএনপির সিনিয়র কয়েকজন নেতা হাজির হন। পরে তারা কার্যালয়ের দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করেন।

এরপর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসে আড্ডা জমান। কিন্তু আত্মগোপনে থাকা নেতাকর্মীদের কাউকেই এ সময় দেখা যায়নি।

দলীয় সূত্র জানায়, সন্ধ্যার পরে কার্যালয়ের তালা খোলার পরপরই ভেতরে প্রবেশ করে কিছু নেতাকর্মী। এ সময় কয়েকজনকে টেবিল-চেয়ারে জমে থাকা ধুলা-বালি মুছতে শুরু করেন।

এ সময় কার্যলয়ে উপস্থিত ছিলেন বিএনপির সহসভাপতি মনিরুল ইসলাম মনির, বিএনপির সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মন্টু খান, যুবদল নেতা আরিফুর রহমান আরিফসহ বিএনপি ও যুবদলের কযেক নেতাকর্মী।

বরিশাল মহানগর বিএনপির সহ সভাপতি মনিরুল ইসলাম মনির বলেন, বরিশালে বিএনপি দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার পাহাড় জমে গেছে। সদর রোডকেন্দ্রিক মামলার সংখ্যা কম থাকলেও আশ-পাশের এলাকায় বহু মামলা হয়েছে যে সব মামলায় বরিশাল মহানগর ও জেলার সিনিয়র নেতারা আসামি রাজনৈতিক নানা সমস্যার কারণে বহু নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন যারা দলীয় কার্যালয়ে আসতে পারছেন না।

তিনি বলেন, বরিশালে আগামীর আন্দোলনের ডাক এ দলীয় কার্যালয় থেকেই ঘোষনা করা হবে। বরিশাল বিএনপি মজিবুর রহমান সরোয়ারের নেতৃত্বে ছিল এবং থাকবে। আমরা তার নেতৃত্বেই আন্দোলন চালিয়ে যাব।

মহানগর বিএনপির সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন বলেন, আইনি লড়াইয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে জামিনের চেষ্টা করছেন তারা। নেতাকর্মীদের জামিন হয়ে গেলে তারাও দলীয় কার্যালয়ে প্রতিনিয়ত এসে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিবেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।