ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার সঙ্গে দেখা করলেন দুই ‍আইনজীবী

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
খালেদার সঙ্গে দেখা করলেন দুই ‍আইনজীবী খালেদা জিয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদিন ও সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে গুলশানে খালেদার বাসভবন ফিরোজায় তারা দেখা করেন।



সূত্র জানিয়েছে, প্রায় ঘণ্টাব্যাপী এ সাক্ষাতে তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন।

এছাড়াও এ দুই আইনজীবী খালেদার বিভিন্ন মামলার বিষয় নিয়ে কথা বলেছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।