ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

‘ইলিশে’ জমে উঠেছে সাঈদ খোকনের নির্বাচনী প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
‘ইলিশে’ জমে উঠেছে সাঈদ খোকনের নির্বাচনী প্রচারণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বৈশাখে ইলিশ যখন উধাও, নির্বাচনের হাওয়ায় তখন ইলিশের ছাড়াছড়ি।

শুক্রবারের (১০ এপ্রিল) শেষ বিকেলে ঢাকায় ‘ইলিশ’, ‘ইলিশ’ স্লোগান মানুষের মধ্যে সৃষ্টি করেছে অন্যরকম এক উৎসাহ-উদ্দীপনার।



বাবার প্রতীক পেয়ে উচ্ছ্বসিত সাঈদ খোকন এদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত লালবাগের বিভিন্ন ওয়ার্ডে চালান জোর প্রচারণা। ‘ইলিশ’ প্রতীকেই  প্রতিদ্বন্দ্বিতা করে ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন তার বাবা ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফ। এদিন তা‌ই সাঈদ খোকনের বক্তব্যে ছিল তৃপ্তির সুর।

এসময় সাঈদ খোকন বলেন, আমি আপনাদেরই সন্তান। আমার বাবার অনুপস্থিতিতে আপনারাই আমার অভিভাবক। আমার বাবা আপনাদের জন্য কাজ করে গেছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্য জীবন দিয়ে গেছেন। আমিও আপনাদের জন্য আমার জীবন উৎসর্গ করতে চাই। আপনাদের সুখে-দুখে আমি আপনাদের পাশে থাকব। পাশাপাশি আওয়ামী লীগের জন্য কাজ করে যাব।

তিনি বলেন, রাজধানী ঢাকা শহর ভালোবাসা আর শ্রদ্ধায় মোড়ানো। ঢাকা শহর আমাদের পারিবারিক, সামাজিক, সংস্কৃতিক ও মূল্যবোধের শহর। তাই ঢাকাকে আমি ভালোবাসি। ঢাকায় ধুলায় আমি বেড়ে উঠেছি। ঢাকাবাসীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য আপনারা আমাকে জয়যুক্ত করে বিজয়ের মালা পরাবেন। আমি আপনাদের পাশে সবসময়ই রয়েছি, ভবিষ্যতেও থাকব।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রধান সমন্বয়ক ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, সদস্য সুজিত রায় নন্দী, আওয়ামী লীগ নেতা এসএম কামাল প্রমুখ।
 
আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এসইউজে/আরএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।