ঢাকা: বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস ঢাকার সাবেক মেয়র ছিলেন। তবে তিনি ছিলেন খালেদা জিয়ার মনোনীত, ভোটে নির্বাচিত নন।
দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তর ও দক্ষিণের নির্বাচন। দক্ষিণে আওয়ামী লীগের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন। অন্যদিকে, বিএনপি’র সমর্থন পেয়ে নির্বাচন করছেন মির্জা আব্বাস।
রিটার্নিং কর্মকর্তার বরাদ্দ দেওয়া প্রতীক থেকে খোকন পেয়েছেন ইলিশ মাছ। আব্বাস পেয়েছেন মগ প্রতীক। সাঈদ খোকনের বাবা মোহাম্মদ হানিফ ইলিশ মাছ প্রতীক নিয়ে আব্বাসকে একবার পরাজিত করেছিলেন। যে কারণে বাবার প্রতীকের সঙ্গে মিল রাখতেই খোকন ইলিশ মাছ প্রতীকটি দাবি করেছিলেন। কেননা, এবার ইলিশ মাছ প্রতীকটি ছিল না। এটি একাধিক প্রার্থী দাবি করলেও, সমঝোতার মাধ্যমে খোকনই তা পেয়েছেন। ভাবছেন, এ প্রতীক নিয়েই বাবার মতো তিনিও মেয়র হবেন।
নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রাপ্ত তথ্যমতে, ১৯৯১ সালে মাত্র দেড় বছরের জন্য ঢাকার মেয়র হিসেবে মনোনীত হয়েছিলেন মির্জা আব্বাস। সেসময় তিনি ১৯ মে ১৯৯১ থেকে ২৮ ডিসেম্বর ১৯৯৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
এরপর ১৯৯৪ সালের নির্বাচনে মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফের সঙ্গে। কিন্তু পরাজিত হন আব্বাস। ওই নির্বাচনে হানিফ ইলিশ মাছ প্রতীক নিয়ে জয়লাভ করেন। সেসময় ১২ মার্চ ১৯৯৪ থেকে ০৪ এপ্রিল ২০০২ সাল পর্যন্ত ঢাকার নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ হানিফ।
এদিকে, প্রতীক পাওয়ার পরপরই পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন খোকন ও আব্বাস। এক্ষেত্রে খোকন বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। কেননা, মির্জা আব্বাস ভোটের মাঠে নেই। তার পক্ষে স্ত্রী প্রচারণা চালাচ্ছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে এ দুই প্রার্থীর প্রচারণা, প্রতীক বরাদ্দের আগে থেকেই জমে উঠেছে।
প্রতীক পাওয়ার পর উৎসবমুখব পরিবেশে তারা প্রচারণায় অংশ নিচ্ছেন। এখন কেবল ভোটের অপেক্ষা।
ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে মোট ২০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। আগামী ২৮ এপ্রিল হবে তাদের চূড়ান্ত ভোটযুদ্ধ। ওইদিন নির্বাচন কমিশন ভোটগ্রহণ করবে।
দক্ষিণ সিটির ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৭শ’ ৫৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ নয় হাজার ২শ’ ৮৬ জন আর মহিলা ভোটার আট লাখ ৬১ হাজার ৪শ’ ৬৭ জন।
বাংলাদেশ সময়: ০৪৫২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
ইইউডি/এসএস