ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে জামায়াতের ২ কর্মীসহ গ্রেফতার ২৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
ঝিনাইদহে জামায়াতের ২ কর্মীসহ গ্রেফতার ২৮ প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের দুই কর্মীসহ ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতদের মধ্যে হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মানদিয়া গ্রামের আব্দুর রাজ্জাক (৪২) ও গোলাম আজম (৪৫) জামায়াতের কর্মী। নাশকতার প্রস্তুতি নিচ্ছে-এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নাশকতাসহ বিভিন্ন মামলায় হরিণাকুণ্ডু উপজেলা থেকে ওই দুই জামায়াত কর্মীসহ ছয়জনকে, শৈলকুপা থেকে চার, সদর উপজেলা থেকে নয়, কালীগঞ্জ থেকে পাঁচ, মহেশপুর থেকে দুই ও কোটচাঁদপুর থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।