ঢাকা: ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও বিএনএফ সমর্থিত প্রার্থীদের মধ্যে লড়াই হবে বলে মন্তব্য করেছেন বিএনএফ প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ।
শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল লাউঞ্জে তিন সিটি নির্বাচনে বিএনএফ সমর্থিত মেয়র প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।
এ সময় চট্রগ্রাম সিটি করপোরেশনে আরিফ মহিউদ্দিন, ঢাকা দক্ষিণে শফিউল্লাহ চৌধুরী ও উত্তরে কামরুল ইসলাম বাবুকে বিএনএফ সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন আবুল কালাম আজাদ।
তিনি বলেন, আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে আমরা আওয়ামী লীগ, বিএনপিকে কোনো ছাড় দেব না। এবার লড়াই শুধু আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বড় দল দু’টির সঙ্গে বিএনএফ প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চট্রগ্রাম নগরবাসী বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের বিপক্ষে ভোট দিয়ে বিএনএফ প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলেও আশা প্রকাশ করেন বিএনএফ প্রেসিডেন্ট।
ঢাকা উওর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, উত্তরে আনিসুল হক (আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী) অপরিচিত মুখ। সেখানে আমাদের সঙ্গে তার প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে। দক্ষিণে মির্জা আব্বাসকেও (বিএনপি সমর্থিত প্রার্থী) ছাড় দেওয়া হবে না। ভোটের হাওয়া কোন দিকে গড়ায় কে জানে! আল্লাহ যদি সহায় হন তবে আমরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউকে ছাড় দেব না।
বিএনএফ’র সাবেক নেতা নাজমুল হুদাকে উদ্দেশ্য করে বিএনএফ প্রেসিডেন্ট বলেন, আপনি আমাদের দলে যোগ দিন, আপনাকে জাতীয় সংসদ নির্বাচনে দোহারের প্রার্থী করা হবে।
আজাদ আবুল কালাম আরও বলেন, বিএনপি যতো ছোট হবে বিএনএফ তত বড় হবে। আগামীতে জাতীয়তাবাদী শক্তিকে সঙ্গে নিয়ে বিএনএফ ভালো অবস্থানে যাবে ও দেশের নেতৃত্ব দেবে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এমআইএস/আরএম/এমজেএফ