ঢাকা: বিভিন্ন রাজনৈতিক মামলা থেকে নেতাকর্মীদের জামিন দিয়ে উৎসবমুখর পরিবেশে সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার আহবান জানিয়েছে বিএনপি।
শনিবার (১১ এপ্রিল) বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির দফতর সম্পাদকের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ আহবান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা ও কাজের মধ্যে মিল প্রমাণ করতেই সরকারকে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে হবে। সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের সমান সুবিধা বিএনপির প্রার্থীরা পাচ্ছেন না।
এ সময় প্রতীক বরাদ্দ নিয়েও অনিয়মের অভিযোগ তোলেন তিনি।
ড. রিপন বলেন, সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে চিহ্নিত সন্ত্রাসীদের আনাগোনা বাড়ছে। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এসব সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, গত ৫ জানুয়ারির একতরফা নির্বাচনে বাংলাদেশের ক্ষুণ্ণ হওয়া ভাবমূর্তি পুনরুদ্ধার ও গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে বিএনপি নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার বিকল্প নেই। গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর বোঝাপড়া প্রয়োজন। তাই সরকারকে প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানাই।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মির্জা আব্বাসকে জামিন দেওয়ারও দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক কাজী আসাদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, যুবদলের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এমএম/এসইউ/জেডএম