ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

শিগগিরই তাবিথের নির্বাচনী ইশতেহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
শিগগিরই তাবিথের নির্বাচনী ইশতেহার তাবিথ আউয়াল

ঢাকা: শিগগিরই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন সিটি নির্বাচনে ঢাকার(উত্তর)মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। নির্বাচনী প্রচারণায় ঢাকাকে আন্তর্জাতিক মানের

শহরে পরিণত করার যে স্বপ্ন দেখাচ্ছেন এই তরুণ প্রার্থী তারই ছোয়া থাকবে তার ইশতেহারেও এমনটাই জানিয়েছেন তিনি।



শনিবার(১১ এপ্রিল) ২য় দিনের মতো প্রচারণায় ব্যস্ত রয়েছেন তাবিথ। এদিন সকালে মহাখালীর কড়াইল বস্তিতে ভোট চাইতে যান তিনি।

বস্তিতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে ‍নির্বাচনী ইশতেহার নিয়ে তখন কথা বলেন তাবিথ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ বস্তিবাসীর সহযোগিতা চান।

তিনি সুন্দর ও আদর্শ নগরী গড়ার স্বপ্ন ও প্রতিশ্রুতি তুলে ধরেন উপস্থিত সবার কাছে।
 
যতটা প্রত্যাশা করেছেন তার চেয়েও বেশি সহযোগিতা ও সমর্থন ভোটারদের কাছ থেকে পাচ্ছেন বলেও জানান তিনি।
 
একই দিন মিরপুর সাড়ে এগারোতে প্রচারণা ও গণসংযোগে যাওয়ার কথাও সংবাদকর্মীদের জানান তার প্রচারের দায়িত্বে থাকা সোহেল।
শুক্রবার(১০ এপ্রিল) ছিল তাবিথের প্রচারণার প্রথম দিন। এদিন তিনি কারওয়ান বাজার, মহাখালী, নয়াপল্টনে গণসংযোগ চালান।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এসকেএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।