ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
সিটি নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে বিএনপিপন্থী আইনজীবীদের একটি দলকে আশ্বস্ত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে আট সদস্যের একটি দল ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ বিষয়ে তাদের আশ্বস্ত করেন।



ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের এসব কথা জানান।

খোকন বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ও দলের নেতা-কর্মী, সমর্থকদের যাতে কোনো ধরনের পুলিশি হয়রানি করা না হয়, সে বিষয়ে আমরা নিশ্চয়তা চেয়েছি। ডিএমপি কমিশনারও আমাদের আশ্বস্ত করেছেন।

সাক্ষাৎকালে আইনজীবীরা নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে খোঁজার অগ্রগতির বিষয়ে জানতে চান। সালাহউদ্দিন আহমদকে খুঁজতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে এ সময় ডিএমপি কমিশনার তাদের জানান।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
আইএ/আরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।