ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

সাংবাদিকদের নিরপেক্ষ থাকার অনুরোধ মাহীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
সাংবাদিকদের নিরপেক্ষ থাকার অনুরোধ মাহীর

ঢাকা: সাংবাদিকদের নিরপেক্ষ থাকার অনুরোধ জানিয়েছেন সিটি নির্বাচনে ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরী।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ অনুরোধ জানান।



তিনি বলেন, আপনাদের প্রতি নিরপেক্ষতার অনুরোধ করবো। আপনারা পক্ষপাতিত্ব না করে দায়িত্ব পালন করবেন।

বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহী বলেন, এবারের নির্বাচন একটি সুযোগ। দেশকে গড়ার সুযোগ, সুন্দর করার সুযোগ।

প্রতিদ্বন্দ্বীদের প্রসঙ্গে তিনি বলেন, আনিস ভাই ও তাবিথ আমার শত্রু নয়, তাদের নিয়ে কাজ করতে চাই। আনিস আমার বড় ভাই, তাবিথ আমার বন্ধু ও ছোট ভাই। হতাশার কথা না বলে দেশ গড়ার কাজ করতে চাই।

তিনি বলেন, বিকল্পধারার আনুষ্ঠানিক সমর্থন এখনো পাইনি। আশা করি, পাবো। তারা জানতেন না যে, আমি নির্বাচন করবো। ঢাকার প্রার্থীদের বেশিরভাগই মধ্যবিত্ত ও স্বাবলম্বী। তারা সচেতন, ভয় দেখিয়ে ভোট নষ্ট করা যাবে না।

মাহী বলেন, অনেকে জানতে চেয়েছেন আমি নির্বাচন থেকে সরে আসবো কি-না, আমি সরবো না। প্রজন্মের শহর গড়বো, প্রজন্মের বিজয় আসবে।

ঢাকা উত্তরে ৩৬টি ওয়ার্ড, এগুলোতে দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

নির্বাচনে ১২ হাজার পোলিং এজেন্ট প্রয়োজন বলেও উল্লেখ করেন মাহী।

এ সময় উপস্থিত ছিলেন বিকল্পধারার প্রতিষ্ঠাতা সদস্য হাফিজুর রহমান জান্টু।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এসকেএস/জেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।