রাজবাড়ী: রাজবাড়ীতে পৌর ও ওয়ার্ড বিএনপির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় শহরের রেলওয়ে হোসনেবাগ হলে এ সভা শুরু হয়।
পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ এবিএম মঞ্জরুল আলম দুলালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. রোকন উদ্দিন চৌধুরী, সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এম এ খালেক, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, অ্যাড. আসাদুজ্জামান লাল, অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, যুগ্ম সম্পাদক গাজী আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি এ কে এম ইকবাল হোসেন , পৌর বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আরিফুল ইসলাম রোমান, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি আরিফুজ্জামান আরিফ, জেলা জাসাসের সভাপতি আব্দুর রউফ হিটু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আওয়ামী জোট সরকার সমঝোতা, ন্যায়পরায়ণতা ও গণতন্ত্র ধ্বংস করে হিংসা ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাকে পাকাপোক্ত করতে মরিয়া হয়ে উঠেছে। গণতন্ত্র ও ভোটাধিকারের সংগ্রামে নির্যাতন, জেল-জুলুম উপেক্ষা করে খালেদা জিয়ার আহ্বানে আমরা সংগ্রাম করতে প্রস্তুত।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এসআর