ঢাকা: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ভোটাধিকারের কথা বলে গত তিন মাসে এত মানুষ হত্যা করেছেন! আজ কোন মুখে নীরব ভোট বিপ্লবের কথা বললেন? কোন মুখে ভোট চাইলেন? জনগণ সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ছাত্র সংসদ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মাহবুব উল আলম হানিফ আরও বলেন, আপনি যখন বর্ষবরণের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন, তখন আপনার পুত্রের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হলো। একটুও কি লজ্জাবোধ হয়নি আপনার?
তিনি বলেন, বাংলাদেশের মানুষ রেড অ্যালার্ট জারি হওয়া সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চান না। তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সহাবস্থান করতে চায়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজ ছাত্র সংসদের জিএস এবং ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি রিয়াজ উদ্দিন।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায়, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ সালেহা খাতুন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মণি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. সাইফুল ইসলাম, আওয়ামী লীগের সহ-সম্পাদক গোলাম সরোয়ার কবির, কলেজ ছাত্র সংসদের ভিপি জহিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসইউজে/এসইউ/আরআই