ঢাকা: পহেলা মে ছুটির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হোটেল ও মিষ্টি বেকারি শ্রমিকরা।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে রাজধানীর বিভিন্ন এলাকার হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিকরা মিছিল সহকারে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হন।
হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, মহান মে দিবসে স্ব-বেতনে ছুটি দিতে হবে। ওই দিন আমরা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করবো। এক্ষেত্রে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন তারা।
বক্তারা আরও বলেন, বর্তমান বাজার অনুযায়ী শ্রমিকদের বেতনভাতা বাড়াতে হবে। এ সেক্টরের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকাসহ ৬০ ভাগ বাড়ি ভাড়া ও এক হাজার টাকা করে চিকিৎসা ও যাতায়াত ভাতা ধরে সর্বমোট ১৮ হাজার টাকা মজুরি দিতে হবে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এমইএস/আরএম/আরআই