ঢাকা: প্রতিদিনের মতো মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে নির্বাচনী প্রচারণায় নামছেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক।
এদিন সকাল ১০টায় নর্দা কালাচাঁদপুর আওয়ামী লীগ অফিসের সামনে থেকে প্রচারণা শুরু করবেন দলটির সমর্থিত এ মেয়র প্রার্থী।
বেলা ১২টা পর্যন্ত কালাচাঁদপুর ও আশপাশের এলাকায় প্রচারণা শেষে, এরপর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রচারণা চালাবেন নিকুঞ্জ-২ ও খিলক্ষেত এলাকার ১৭ নম্বর ওয়ার্ডে।
সেখান থেকে চলে যাবেন মিরপুর। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ১৩ ওয়ার্ডে হাজী আশরাফ আলী উচ্চ বিদ্যালয় থেকে প্রচারণা চালাবেন। এরপর বিকেল ৪টা হতে সাড়ে ৫টা পর্যন্ত ১৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করবেন আনিসুল। সেখানে মিরপুর ১৪ নম্বর প্রজন্ম চত্বরে একটি পথসভা করে ১৫তম দিনের প্রচারণা শেষ করবেন তিনি।
বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসএম/এসএস