ঢাকা: প্রচারের ত্রয়োদশ দিনটি মিরপুর থেকে শুরু করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে তিনি গণসংযোগ কাজ শুরু করবেন বলে তার মিডিয়া উইং সদস্যরা জানান।
তারা জানান, এদিন সকালে মিরপুর ১০ নম্বর সেকশন পানির ট্যাংকির পাশে তরুণ সেচ্ছাসেবীদের সঙ্গে সামাজিক কর্মকাণ্ডে অংশ নেবেন তাবিথ।
এরপর বেলা ১১টা থেকে ১২টায় আদাবর সম্পা মার্কেট থেকে শুরু করবেন প্রচার ( ৩০ নম্বর ওয়ার্ড)।
দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা তিনি শ্যামলী ২ নম্বর রোড থেকে শুরু করে ২৮ নম্বর ওয়ার্ডে প্রচার চালাবেন।
দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত কাজীপাড়া জামে মসজিদ থেকে শুরু করে ১৪ নম্বর ওয়ার্ড ঘুরে ভোট চাইবেন তাবিথ। সাড়ে তিনটা পর্যন্ত মিরপুরের ১৩ নম্বর সেকশনে ৪ নম্বর ওয়ার্ড ঘুরবেন।
এরপর মিরপুরের ১৪ নম্বর সেকশন ডেন্টাল কলেজে (ওয়ার্ড-১৫) গণসংযোগ করবেন তাবিথ আউয়াল।
এছাড়া তার মা নাসরিন ফাতেমা আউয়াল ছেলের পক্ষে ভোট চাইবেন খিলগাঁও চৌধুরীপাড়ার পল্লীমা সংসদ থেকে। তার এ গণসংযোগ শুরু হবে সকাল সাড়ে ১০টায়।
বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসকেএস/এসএস