সিরাজগঞ্জ: খালেদা জিয়া উস্কানিমূলক বক্তব্য দিয়ে সিটি নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করছেন বলে অভিযোগ তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে সিটি নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের জন্য মাঠে নেমে ষড়যন্ত্র করছেন। কিন্তু বাংলার জনগণ তার এ ষড়যন্ত্র প্রতিহত করবে। জনগণ নির্বাচনে দাঁতভাঙ্গা জবাব দেবে।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, আওয়ামী লীগ নেতা হাজী ইসহাক আলী প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে দুপুরে মোহাম্মদ নাসিম কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তা থেকে সোনামুখি পর্যন্ত সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে ৪ কিলোমিটার পাকা সড়কের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে এক বিশেষ মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অনেক উন্নত দেশের সরকার এখন শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের উন্নয়ন সহযোগী হবার জন্য আগ্রহ দেখাচ্ছে।
অথচ বিএনপি নেতা খালেদা জিয়া জনগণের প্রতি আস্থা না রেখে বিদেশি প্রভুদের উপর ভর করে নানা ষড়যন্ত্র করছেন। ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছেন। এটা তাদের দুঃস্বপ্ন।
মাথাইলচাপর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কেএম হোসেন আলী হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এসএএম মাহফুজুল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান।
পরে গান্ধাইল ও ছোনগাছা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমন ঘুরে দেখেন। বিকেলে সিরাজগঞ্জ সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়নমূলক কর্মকান্ডের অগ্রগতি পর্যালোচনা করেন এবং দিক নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসএইচ