ঢাকা: সিপিবি-বাসদ সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী বজলুর রশিদ ফিরোজের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক খালিকুজ্জামান।
বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ফকিরাপুল বক্স কালভার্ট এলাকা থেকে তারা এ গণসংযোগ শুরু করেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বাংলানিউজকে বলেন, বুধবার রাজধানীর ফকিরাপুল, নয়াপল্টন, পুরানা পল্টন, সেগুনবাগিচা এবং তোপখানা রোড এলাকায় গণসংযোগ করার পরিকল্পনা রয়েছে।
আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
টিএইচ/এটি