ঢাকা: টানা তিনদিন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ওপর হামলা হওয়ায় আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) আনোয়ার উল্ল্যা চৌধুরী।
বুধবার (২২ এপ্রিল) রাতে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাস (দক্ষিণ) ও তাবিথ আউয়ালের (উত্তর) সমর্থনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন সংশয় প্রকাশ করেন।
সভাটির আয়োজন করে ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদ।
সাবেক এ ভিসি বলেন, এসব হামলা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে। প্রথম যেদিন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ির বহরে হামলা চালানো হয়েছিল তখন ভেবেছিলাম পুলিশ তৎপর হবে। কিন্তু এরপরও দুইদিন একই ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, অবস্থাদৃষ্টে পরিস্কার যে, তারা সন্ত্রাসী হামলা চালিয়ে যাবে। কিন্তু আমাদের নেত্রী ‘আপোষহীন’। তিনি রাজপথে থেকেই প্রচারণা চালিয়ে যাবেন।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার উল্ল্যা চৌধুরী বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, খুন, গুম এই সরকারের নিত্যনৈমিত্তিক কাজের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন দিন দিন অস্বাস্থ্যকর ও অনিরাপদ হয়ে ওঠছে। এছাড়াও আরও বিভিন্ন সমস্যা রয়েছে। তাই এ অবস্থা থেকে বেরিয়ে আসতে তাদের নির্বাচিত করতে হবে।
সিটি নির্বাচনের পরপরই জাতীয় নির্বাচন হবে আশা প্রকাশ করে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই। আর এতে বিএনপির নেতৃত্বেই সরকার গঠিত হবে।
সভায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন ভোটকেন্দ্রে যাওয়ার কৌশল হিসেবে বলেন, প্রথমে আমাদের মা-বোনদের ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে। আজ থেকেই প্রত্যেক নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে।
তিনি আওয়ামী লীগকে ‘ভোট চোর’ নামে আখ্যায়িত করেন।
সভায় আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা দিয়ে ‘জয় ছিনিয়ে’ নেওয়ার আহবানও জানান ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদের নেতারা।
তারা বলেন, তাবিথ আউয়াল ফেনীর সন্তান। তাকে জয়ী করার দায়িত্ব ফেনীবাসীর। অনুষ্ঠানে তাবিথের পাশাপাশি মির্জা আব্বাসের জন্যও ভোট চাওয়া হয়।
ইসলামিক টিভি’র চেয়ারম্যান নাসরিন সাঈদ এস্কান্দার বলেন, তারুণ্যের প্রতীক তাবিথ আউয়াল ও দক্ষ রাজনীতিবিদ মির্জা আব্বাসকে জয়ী করতে হবে। কারণ তারা নগরের জন্য প্রাণ দিয়ে কাজ করতে পারবেন।
তিনি বলেন, আমাদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। তারা (আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা) আমাদের সবসময় হারানোর চেষ্টা করবেন। কিন্তু আমাদের সব প্রতিকূলতা জয় করে নিজেদের প্রার্থীদের জয়ী করতে হবে।
ঢাকা উত্তর মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ভাই তাফসির আউয়াল বলেন, তাবিথ আউয়াল ও মির্জা আব্বাস আমাদের সবার ভোটে জয়লাভ করবেন। সবার সমর্থন রয়েছে এই দুই প্রার্থীর ওপর। তাই আমরা সবাই মিলে তাদের জয়ী করে নগরের সেবা করার সুযোগ দেবো।
নুরুল আমিন ভূঁইয়ার সভাপতিত্ব অনুষ্ঠানটি পরিচালনা করেন নুরুল হক লিটন ও নজরুল ইসলাম জুয়েল। সভায় ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদের নেতারা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এডিএ/একে/এএসআর