ঢাকা: উত্তরের তরুণ মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ভোট দেবেন গুলশান-২’র মানারত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজ কেন্দ্রে।
তার মিডিয়া সেল কর্মকর্তা সোহেল বাংলানিউজকে জানান, খুব সকালেই নিজের ভোটটি দেবেন তাবিথ।
তিনি জানান, তাবিথের স্ত্রী সওসান ইস্কান্দার ভোট দিতে পারছেন না। তবে এর কারণটি সোহেল জানাতে পারেননি।
সোহেল আরও জানান, নিজের ভোটটি দেওয়া হলেই নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্রে ঘুরবেন তাবিথ আউয়াল।
২০ দল সমর্থিত এ প্রার্থী অবশ্য তাকে সমর্থনদাতা বিএনপি প্রধান খালেদা জিয়ার ভোট থেকেই বঞ্চিত হচ্ছেন। কারণ খালেদা জিয়া ক্যান্টনমেন্ট এলাকার ভোটার, সিটির ভোটার নন।
বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এসকেএস/আইএ