ময়মনসিংহ: ময়মনসিংহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) দিনগত রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে।
স্থানীয়রা জানান, শহরতলী আকুয়া মোড়লপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধর্মমন্ত্রী মতিউর রহমানের গ্রুপ ও ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটুর গ্রুপের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এর জের ধরেই সোমবার রাতে প্রতিপক্ষের লোকজন ইট দিয়ে টিটু গ্রুপের এক কর্মীর মাথা থেঁতলে দিলে এবং মোটরসাইকেল জ্বালিয়ে দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের লোকজন ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মনসুর আহমেদ জানান, মন্ত্রী ও মেয়র পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে আহত দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এটি/