ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

নাজিরা বাজার ইসলামিয়া স্কুলে ভোট দেবেন খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
নাজিরা বাজার ইসলামিয়া স্কুলে ভোট দেবেন খোকন

ঢাকা: নাজিরা বাজারের ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন।

সোমবার (২৭ এপ্রিল) রাতে সাঈদ খোকনের ব্যাক্তিগত সহকারি সুমন বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি বলেন, সাঈদ খোকন ভোটগ্রহণের দিন (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তার নিজের ভোট দেবেন।

নাজিরা বাজার সাঈদ খোকনের পৈত্রিক বাড়ি। সেই সুবাদে তিনি সেখানকারই ভোটার। ওই এলাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে ঢাকা দক্ষিণ, উত্তর ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটগ্রহণ শুরু হবে।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসইউজে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।