ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

বাবার মত জয় করতে চান সাঈদ খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
বাবার মত জয় করতে চান সাঈদ খোকন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রয়াত মেয়র বাবা মোহাম্মদ হানিফের মত জয় করতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে পুরান ঢাকার ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার সময় এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।



বাবার স্মৃতিচারণ করে সাঈদ খোকন বলেন, ১৯৯৪ সালে আমার বাবা ইলিশ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন। আপনারাই ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছিলেন। তিনি আমৃত্যু ঢাকাবাসীর জন্য নিবেদিত ছিলেন। আমি আশা করি, বাবার স্মৃতির প্রতি সম্মান রেখে ইলিশ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমিও আপনাদের জন্য নিজেকে উৎসর্গ করবো। পাঁচ বছর আপনাদের আগলে রাখবো। সুখে-দু:খে পাশে থাকবো।

তিনি বলেন, ঢাকার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। আমার নানা মাজেদ সরদার ঢাকার শেষ সরদার ছিলেন। বাবা ঢাকার প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। আমিও প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এজন্য প্রধানমন্ত্রী ঢাকার নেতৃত্ব দিতে আমাকে মনোনীত করেছেন। মেয়র পদে সমর্থন করেছেন। আমি মনে করি, আমাকে নয় এই সমর্থন ঢাকাবাসীকে দেওয়া হয়েছে। ঢাকার প্রতিটি নাগরিক মেয়রপ্রার্থী।

ইলিশ প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর এই সম্মান রক্ষা করতে ভোটারদের প্রতি আহ্বান জানান সাঈদ খোকন।

এ সময় সাঈদ খোকনের সঙ্গে নির্বাচন সমন্বয় কমিটি, সূত্রাপুর আওয়ামী লীগ, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতারা এবং কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।

২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এসইউজে/এসএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।