ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বাসদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
বগুড়ায় বাসদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, ত্রাণ সহায়তা নিশ্চিত করণ ও ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় মানববন্ধনটি শুরু হয়।



এ সময় বক্তারা বলেন, চলতি মাসের ৪ তারিখে বগুড়ার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে এতে এ অঞ্চলে স্মরণকালের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ঝড়ে প্রাণহানি হয়েছে ১৯ জনের। বিভিন্নভাবে নারী ও শিশুসহ আহত হয়েছেন কমপক্ষে দুই শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত মানুষ তার শেষ আশ্রয়স্থলটুকুও হারিয়ে ফেলেছে। টাকার অভাবে এখন তারা বসতবাড়ি বানাতে পারছে না।

এমন পরিস্থিতিতে গুটিকয়েক মানুষকে ত্রাণ না দিয়ে বরং ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ ও সঠিক তালিকা প্রকাশ করে দ্রুত পুনর্বাসন করা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকের জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদ নেতা শহিদুল ইসলাম, দিলরুবা নুরী, শ্যামল বর্মন, রাধারানী বর্মন প্রমুখ। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫  
এএ    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।