ঢাকা: আগামী ১৩ এপ্রিল সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে জামায়াত। মানবতাবিরোধী অপরাধে শনিবার রাতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের পর তারা এ কর্মসূচি দেয়।
দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে হরতাল ঘোষণা করে বলেন, সোহাগপুরের যে ঘটনায় কামারুজ্জামানকে ফাঁসি দেওয়া হয়েছে সে ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
কামারুজ্জামানকে ফাঁসি দেওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে বলেও দাবি করা হয় বিবৃতিতে।
এছাড়া বিবৃতিতে রোববার কামারুজ্জামানের জন্য দোয়া কর্মসূচিও ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
জেডএম/