ঢাকা: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাতে ঢাকা মহানগর দক্ষিণ জাপার দফতরের দায়িত্বপ্রাপ্ত সদস্য মাহবুবুর রহমান খসরু এ তালিকা প্রকাশ করেন।
ডিএসসিসিতে ক্ষমতাসীন সরকারের অংশ একইসঙ্গে বিরোধী দল জাপা সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা হলেন- ৫ নম্বর ওয়ার্ডে মো. মাকসুদ হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে মো. আশরাফ হোসেন (রাসেল), ১০ নম্বর ওয়ার্ডে মো. জুবায়ের আলম খান, ১১ নম্বর ওয়ার্ডে সেলিম আহমেদ, ১২ নম্বর ওয়ার্ডে শেখ নেয়ামত উল্লাহ নবু, ১৩ নম্বর ওয়ার্ডে হুমায়ূন কবির মজুমদার, ১৪ নম্বর ওয়ার্ডে মো. শাহ্আলম খান, ১৬ নম্বর ওয়ার্ডে মো. অপু সিকদার, ১৬-১৮ নম্বর ওয়ার্ডে মো. ইসকান্দার মোল্লা, ২০ নম্বর ওয়ার্ডে মো. আমানত উল্লাহ চৌধুরী, ২২ নম্বর ওয়ার্ডে জাকির হোসেন মিলন, ২৪ নম্বর ওয়ার্ডে মো. কামাল হোসেন, ২৬ নম্বর ওয়ার্ডে মো. মনঞ্জুরুল ইসলাম, ২৭ নম্বর ওয়ার্ডে মো. মাসুদ চৌধুরী, ২৯ নম্বর ওয়ার্ডে মো. জামাল উদ্দিন, ৩৩ নম্বর ওয়ার্ডে মো. মেহবুব হাসান, ৩৪ নম্বর ওয়ার্ডে হাজী মো. ফারুক, ৩৭ নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা জাফর পাঠান, ৩৮ নম্বর ওয়ার্ডে নূর আহম্মেদ মোল্লা, ৩৯ নম্বর ওয়ার্ডে খুরশীদ আহমেদ নোমানী, ৪২ নম্বর ওয়ার্ডে মো. সেলিম, ৪৫ নম্বর ওয়ার্ডে মো. শাহেদ হোসেন, ৪৭ নম্বর ওয়ার্ডে মো. ফারুক, ৪৮ নম্বর ওয়ার্ডে মো. তকদির হোসেন ভূঁইয়া (সেন্টু), ৪৯ নম্বর ওয়ার্ডে মো. আক্তার হোসেন দেওয়ান, ৫১ নম্বর ওয়ার্ডে কাওছার আহমেদ, ৫২ নম্বর ওয়ার্ডে মো. গোলাম রহমান, ৫২ নম্বর ওয়ার্ডে শেখ মাইনুদ্দিন বাবু, ৫৩ নম্বর ওয়ার্ডে মো. আবুল কাশেম মিলন, ৫৪ নম্বর ওয়ার্ডে মো. ইব্রাহিম মোল্লা, ৫৭ নম্বর ওয়ার্ডে মো. আশরাফ উদ্দিন আশরাফ এবং ৭ নম্বর ওয়ার্ডে মো. ইসমাইল হোসেন।
ডিএসসিসিতে জাপা সমর্থিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা হলেন- ৪৮, ৫০ ও ৫১ নম্বর ওয়ার্ডে শাহনাজ পারভীন, ০৯, ১০ ও ১৩ নম্বর ওয়ার্ডে মিনি খান, ৩৫, ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ডে মনোয়ারা তাহের মানু, ৪৫, ৪৬ ও ৪৭ ওয়ার্ডে আমিনা বিবি এবং ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ডে শাম্মী আখতার।
ডিএসসিসিতে জাপা সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে লড়ছেন দলটির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।
বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
জেডএফ/এটি/এইচএ/