ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

মাহীর ইশতেহার ঘোষণা ১৫ এপ্রিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
মাহীর ইশতেহার ঘোষণা ১৫ এপ্রিল মাহী বদরুদ্দোজা চৌধুরী

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনের মেয়র প্রার্থী বিকল্প ধারার যুগ্ম-মহাসচিব মাহী বদরুদ্দোজা চৌধুরী তার নির্বাচনী ইশতেহার ১৫ এপ্রিল ঘোষণা করবেন। ইশতেহারে ‘সুন্দর ও প্রজন্মের শহর’ হিসেবে ঢাকাকে গড়ার প্রতিশ্রুতি তুলে ধরবেন তিনি।


 
শনিবার (১১ এপ্রিল) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন মাহী বি চৌধুরী।
 
ঢাকা উত্তরের মেয়র প্রার্থী মাহী নির্বাচন ঘিরে প্রচারণায় সরব হয়েছেন আবার। দু‘দিনের বিরতি দিয়ে শনিবার থেকে আবার নির্বাচনী মাঠ গরম করতে চাইছেন এ তরুণ নেতা।
 
এদিন দুপুরে তিনি সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) যান এবং নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।
 
মাহী সাংবাদিকদের বলেন, আমার কথাগুলো অন্যরা কপি (নকল) করছে। তাই ইশতেহার দেবো একটু সময় নিয়ে। ঢাকাকে আমি পরিণত ও সুন্দর নগরে পরিণত করতে চাই।
 
মাহীর প্রতীক ‘ঈগল’। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী, প্রচারণা ও গণসংযোগের অংশ হিসেবেই সাংবাদিকদের সাক্ষাতে আসেন। নির্বাচনে তাকে সহযোগিতা দিতে অনুরোধ জানান তিনি।
 
মাহী বলেন, আমার ইশতেহারে সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার প্রতিফলন থাকবে। নির্বাচনী ইশতেহারে তাই থাকবে, যা ঢাকাবাসী পেতে চায়।
 
নিজের বিজয়ে ‍আশাবাদী মাহী বলেন, আমি যে নির্বাচনে আছি, সেটা মিডিয়া জানালেই মানুষ ভোট দেবে। তখনই বোঝা যাবে, হরতাল-অবরোধ মানুষ চায় না। শেখ মুজিব ও জিয়াউর রহমান- দু’জনকেই মানুষ শ্রদ্ধা করতে চায়।
 
ধারণা করা হচ্ছে, অন্য সব প্রার্থী, বিশেষ করে বিএনপি সমর্থিত তাবিথ আউয়ালের ইশতেহারের অপেক্ষা করছেন তিনি। সে ইশতেহারে কী থাকছে, সেটি পর্যবেক্ষণ শেষেই নিজের ইশতেহার নিয়ে সামনে আসবেন মাহী বি চৌধুরী।

বাংলাদেশ সময়: ০৩০১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এসকেএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।