ঢাকা: ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মির্জা আব্বাস ও তাবিথ আউয়ালকে হাইলাইট করবেন স্বয়ং বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়া।
নির্বাচনকে অর্থবহ করতে অচিরেই এ উদ্যোগ নেবেন বিএনপি প্রধান।
সংশ্লিষ্ট সূত্রগুলো এমন তথ্য জানাচ্ছে।
একটি সূত্র জানায়, এটি হবে শুরু, জয় পেতে এরপর নির্বাচনী প্রার্থীদের নিয়ে তিনি আরও কিছু তৎপরতা চালাবেন। নিজের অবস্থানে থেকে যতটা সম্ভব গণসংযোগও চালাবেন খালেদা জিয়া।
অপর একটি সূত্র জানায়, নির্বাচনে শুধু তাবিথ নন, দক্ষিণের প্রার্থী মির্জা আব্বাসকেও আর হাইলাইট করা প্রয়োজন মনে করছেন খালেদা জিয়া।
কারণ, সাবেক মেয়র ও ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাদেক হোসেন খোকার সঙ্গে আব্বাসের দীর্ঘদিনের ‘দুঃসম্পর্ক’র প্রভাব নির্বাচনে দেখতে চান না তিনি। তাই খোকার অনুসারীরাও যেন আব্বাসকে আপন করে নেন, সে পরিস্থিতি তৈরি করতে চাইছেন খালেদা।
ইতোমধ্যে বিএনপির সিটি নির্বাচন পরিচালনায় গঠিত ‘আদর্শ ঢাকা আন্দোলন’র আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বিএনপি প্রধানের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।
খালেদা কার্যালয়ে অবস্থানকালে আব্বাসের নাম ও বাসায় ওঠার পর তাবিথের নামটি ২০ দলের মেয়র প্রার্থী হিসেবে সাংবাদিকদের জানান এমাজউদ্দীন।
বর্তমানে গা ঢাকা দিয়ে থাকা আব্বাসের বিষয়ে তেমন উচ্চবাচ্য না থাকলেও তাবিথকে নিয়ে দলে রয়েছে ব্যাপক ভিন্নমত। জোটের অনেক নেতাকর্মীই খালেদার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে হিসেবেই তাকে মূল্যায়ন করছে।
সূত্র বলছে, এ মূল্যায়ন বা অবমূল্যায়ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন খালেদা। তাই ‘মিন্টুপুত্র’কে সবাই যেন ‘জোটের প্রার্থী’ হিসেবে আপন করে নেয়, সে লক্ষ্যে আনুষ্ঠানিকতায় যেতে হচ্ছে তাকে।
একাধিক সূত্র জানাচ্ছে, এ ধরনের অনুষ্ঠান খালেদার নিজের রাজনৈতিক কার্যালয় বা রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) অথবা কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মতো কোথাও আয়োজন করা হতে পারে।
তবে ভেন্যু, দিন-ক্ষণ চূড়ান্তভাবে জানাতে পারেনি কোনো সূত্রই।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বা অন্য কোনো সদস্যও স্থান-তারিখ সম্পর্কে নিশ্চিতভাবে ধারণা দিতে পারেননি।
তাবিথের মিডিয়া উইং সদস্য এসএম আসাদুজ্জামান সাগর বাংলানিউজকে বলেন, অনুষ্ঠান হবে, তবে দিন-তারিখ এখনও ঠিক হয়নি।
অপর মিডিয়া উইং সদস্য সোহেল বাংলানিউজকে বলেন, ঢাকার কোনো ইনস্টিটিউশনে অনুষ্ঠানটি আয়োজন করা হতে পারে বলে শুনেছি। তবে সেসব কিছু এখনও চূড়ান্ত হয়নি।
মেয়র পদে দক্ষিণে আব্বাসের পক্ষে স্ত্রী আফরোজা আব্বাস নিরলস প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে আকূল হয়ে ভোট চাইছেন তিনি। আব্বাসকে সাধারণ মানুষের নেতা হিসেবে আখ্যা দিয়ে আপন করাতে চাইছেন সবার।
মিন্টুর প্রার্থিতা বাতিলে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দিলে তাবিথও নেমে পড়েন প্রচারণায়। শুক্রবার গণসংযোগের প্রথমদিনে ‘বাস’ প্রতীক নিয়ে কারওয়ান বাজার, মহাখালী ও নয়াপল্টনে প্রচারণা চালান তিনি।
দ্বিতীয় দিন (শনিবার) সকালে যান কড়াইল বস্তিতে, দুপুরে বনানীর চেয়ারম্যান বাড়ি, কামাল আতাতুর্ক এভিনিউ ও গুলশানে।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মিরপুর সাড়ে ১১, মিরপুর-১ ও ২ নম্বর সেকশন, রূপনগর টিনশেড কলোনি এলাকায় গণসংযোগ করেন তিনি।
এ সময় তার সঙ্গে ‘আদর্শ ঢাকা আন্দোলন’র সদস্য সচিব শওকত মাহমুদ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।
তাবিথের ঘনিষ্ঠরা জানাচ্ছেন, শনিবার (১১ এপ্রিল) রাত থেকে সুযোগমতো তিনি বিএনপির সিনিয়র নেতাদের বাসায় যাবেন। প্রচারণায় নেতাদের আগ্রহী করার চেষ্টা করবেন তাবিথ।
বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এসকেএস/এটি/এইচএ/