ঢাকা: বাসযোগ্য ও আধুনিক উন্নত বিশ্বমানের মহানগর গড়ে তোলাই আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকনের লক্ষ্য।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের নির্বাচনী ইশতেহার পাঠের সময় এমন ঘোষণাই দিলেন মেয়র প্রার্থী সাঈদ খোকন।
রোববার (১২ এপ্রিল) দুপুর বারোটার দিকে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ইশতেহার পাঠ শুরু করেন আওয়ামী লীগ সমর্থিত এ মেয়র প্রার্থী।
সেখানে আরও উপস্থিত আছেন সাঈদ খোকনের নির্বাচনী সমন্বয়ক ও আওয়ামী লীগের কৃষি সম্পাদক ড. আবদুর রাজ্জাক, ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, নাগরিক কমিটির আহ্বায়ক লেখক সৈয়দ সামছুল হক, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, মিডিয়া ব্যক্তিত্ব ম. হামিদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।
২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এসইউজে/আরআই