নোয়াখালী: সহিংসতা ও নাশকতার আশঙ্কায় নোয়াখালীতে বিএনপির দুই ও শিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত থেকে রোববার (১২ এপ্রিল) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটকদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
তিনি আরো জানান, সব ধরনের সহিংসতা ও নাশকতা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এমজেড