ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

সিইসির সঙ্গে বৈঠকে সেনা মোতায়েনের দাবি প্রার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
সিইসির সঙ্গে বৈঠকে সেনা মোতায়েনের দাবি প্রার্থীদের প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য সেনাবাহিনী মোতায়েন, প্রচারণা মনিটরিং, কালোটাকা ও পেশীশক্তি প্রভাবমুক্ত করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

রোবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে নির্বাচন কমিশন আয়োজিত এক মতবিনিময় সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিল ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা এসব দাবি জানান।



মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন-ডিএমপি কমিশনার, নির্বাচন কমিশনার‍রা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
ইইউডি/টিআই/আরআই

** ডিসিসি উত্তরের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন সিইসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।