ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী আব্দুল খালেক ও চট্টগ্রামের মেয়র প্রার্থী শফিউল আলম খোকনকে সমর্থন দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
রোববার ( এপ্রিল ১২) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ সমর্থনের কথা জানান দলটির সভাপতি আ স ম আব্দুর রব।
তিনি বলেন, সন্ত্রাস, নিরাপত্তাহীনতা, যানজট দূরীকরণসহ নগরের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতেই খালেক ও শফিউলকে সমর্থন দিচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল।
গ্যাস, বিদ্যুৎ ও পানি সমস্যার সমাধান এবং আধুনিক সবুজ নগরী গড়ে তুলতে সিটি করপোরেশনের ঔপনিবেশিক আদলের ব্যবস্থাপনা’র পরিবর্তন করে মেট্রোপলিটন সরকার গড়ে তুলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা মহানগরী উত্তরের জন্যও একজন মেয়র প্রার্থীকে জাতীয় সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে সমর্থন দেওয়া হবে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন।
লিখিত বক্তব্যে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনকে কালো টাকা ও পেশী শক্তির প্রভাব মুক্ত রাখা, গণমাধ্যমে সব প্রার্থীদের প্রচারের সমান সুযোগ থাকা, নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে বাধ্য করাসহ কয়েক দফা দাবি করা হয়।
ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী আব্দুল খালেক কেক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং চট্টগ্রামের মেয়র প্রার্থী শফিউল আলম খোকন ইলিশ মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এজেডকে/জেডএস/এসএন/আরআই