ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচনী ইশতেহার

দূষণমুক্ত ও আধুনিক ঢাকার অঙ্গীকার সাঈদ খোকনের

স্পেশাল ও স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
দূষণমুক্ত ও আধুনিক ঢাকার অঙ্গীকার সাঈদ খোকনের ছবি : নাজমুল হাসান /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘পরিকল্পিত উন্নয়ন, সুযোগের সমতা, নিরাপদ ও দূষণমুক্ত আধুনিক ঢাকা’ স্লোগানকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন আওয়ামী লীগ সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়রপ্রার্থী সাঈদ খোকন।

রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।



নির্বাচনী ইশতেহারে সাঈদ খোকন বলেন, বাসযোগ্য ও আধুনিক উন্নত বিশ্বমানের মহানগর গড়ে তোলাই আমার লক্ষ্য। এ লক্ষ্য পূরণে পাঁচটি কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হবে। এ সেগুলো হলো যানজট নিরসন,  দূষণমুক্ত,  নাব্য ও নিরাপদ বুড়িগঙ্গা,   পানি, গ্যাস ও বিদ্যুৎ সেবা নিশ্চিত করা, পরিচ্ছন্ন,  দূষণমুক্ত ও স্বাস্থ্যকর মহানগরী এবং দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ এবং নাগরিকদের নিরাপদ জীবন নিশ্চিত করা।

এছাড়া  ডিজিটাল মহানগরী,  শিক্ষার সুযোগ সবার জন্য অবারিত করা,  বস্তি উন্নয়ন ও দলিত-হরিজন সম্প্রদায়ের মানবিক মর্যাদা ও সুযোগের সমতা,  আবাসন সমস্যার সমাধানে জরুরি পদক্ষেপ, ঐতিহ্য সংরক্ষণ,  অগ্নিকাণ্ড প্রতিরোধ,  ক্রীড়া ও চিত্ত বিনোদন, কামরাঙ্গীর চরের নতুন তিনটি ওয়ার্ড,  ধর্ম পালন,  নগর প্রশাসন সুন্দরভাবে সাজানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে ইশতেহারে।

এ সময়  উপস্থিত ছিলেন সাঈদ খোকনের নির্বাচনী সমন্বয়ক ও আওয়ামী লীগের কৃষি সম্পাদক ড. আবদুর রাজ্জাক,  ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ,  নাগরিক কমিটির আহ্বায়ক সব্যসাচি লেখক সৈয়দ সামছুল হক, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ,  সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ,  গণমাধ্যম ব্যক্তিত্ব ম. হামিদ,  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী,  উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস সহ আরও অনেকে।

এ নির্বাচনী কর্মসূচি ঢাকা দক্ষিণের সব নারী-পুরুষ বিশেষ করে তরুণদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন সাঈদ খোকন।

তিনি বলেন, আমি অবাস্তব বা আকাশকুসুম অঙ্গীকার করিনি। এই অঙ্গীকার জীবনের বিনিময়ে হলেও বাস্তবায়ন করবো। আপনারা আমাকে ভোট দেওয়া এবং নির্বাচিত করা মানে  ঢাকার উন্নয়নের পথ ত্বরান্বিত করা।

আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এসইউজে/এসকে/এসএন/আরআই

** বাসযোগ্য ও আধুনিক নগর গড়াই লক্ষ্য সাঈদ খোকনের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।