ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচন

সুমাইয়ার প্রার্থিতা বহাল,ক্ষমা চাইলেন বিভাগীয় কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
সুমাইয়ার প্রার্থিতা বহাল,ক্ষমা চাইলেন বিভাগীয় কমিশনার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: হাইকোর্টের তলবে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন ঢাকা বিভাগীয় কমিশনার এবং ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের আপিল কর্তৃপক্ষ মো. জিল্লার রহমান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ডের (১৯ নম্বর) প্রার্থী সুমাইয়া বেগমের মনোনয়নপত্র বাতিল হওয়ার প্রেক্ষিতে করা একটি রিট পিটিশনের ব্যাখ্যা চেয়ে তাকে আদালতে তলব করেন হাইকোর্টের একটি বেঞ্চ।



রোববার (১২ এপ্রিল) সকাল ১০ টায় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান তিনি।

এ সময় সুমাইয়া বেগমের মনোনয়নপত্রটি গ্রহণ করা হবে বলেও আদালতকে জানান মো. জিল্লার রহমান।

বৃহস্পতিবার সুমাইয়া বেগমের করা একটি রিট পিটিশনের প্রেক্ষিতে ব্যাখ্যা চেয়ে তাকে তলব করেন হাইকোর্ট।

সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম সাংবাদিকদের জানান, তিনি এসে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ওই মনোনয়নপত্রটি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

সুমাইয়া বেগমের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহজাহান এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ‍অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে হলফনামায় স্বাক্ষর না থাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সংরক্ষিত নারী ওয়ার্ডের (১৯ নম্বর) প্রার্থী সুমাইয়া বেগমের মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। এ ব্যাপারে ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের আপিল কর্তৃপক্ষ বরাবর আপিল করেন সুমাইয়া বেগম। আপিল কর্তৃপক্ষ এ আবেদন খারিজ করে দিলে এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
ইএস/এসইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।