ফেনী: ফেনীতে শাহাদাত হোসেন ও দাউদুল ইসলাম নামে দুই শিবির নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জামায়াত নিয়ন্ত্রিত শহরের জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।
শাহাদাত হোসেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ও দাউদুল ইসলাম বালিগাঁও ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি।
ফেনী মডেল থানার সেকেন্ড অফিরার, পুলিশের উপ পরিদর্শক (এসআই) জিয়াউল হক খন্দকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাশকতার করার জন্য এ দু’জন লোক সমাগম করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসএইচ