ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরিতে বিএনপি নেত্রী খালেদা জিয়া অন্তরায়, এমনটি মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় কনফারেন্স হলে ‘জনতার প্রত্যাশা’ নামক একটি সংগঠন আয়োজিত ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে’ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
কামরুল ইসলাম বলেন, কয়েকদিন আগেও তিনি (খালেদা) মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। আজ নির্বাচনী প্রচারে মাঠে নেমেছেন। পোড়া মানুষের স্বজনরা তাকে তাড়া করবেন। আর এ কারণে তার উপস্থিতি নির্বাচনী পরিবেশ সংঘাতময় করে তুলবে।
সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে হলে ‘মানুষ পোড়া’ খালেদাকে নির্বাচনী প্রচারণা থেকে বিরত রাখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, মানুষ পোড়ানোর দায়ে খালেদা জিয়ার বিরুদ্ধে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তাতে, তিনি মাঠে নামলে অবশ্যই আইন শৃঙ্খলায় ব্যাঘাত ঘটবে।
তিনি অভিযোগ করে বলেন, সিটি করপোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ষড়যন্ত্র করছে। নির্বাচনের পরিবেশ কলুষিত করতে বিএনপির বয়স্ক বুদ্ধিজীবীদের নামানো হয়েছে।
১৭ এপ্রিল মুজিবনগর দিবস প্রসঙ্গে মন্ত্রী বলেন, যারা মুজিবনগর সরকারকে অস্বীকার করে, তারা প্রকারান্তরে বাংলাদেশকেই অস্বীকার করে। মুজিবনগর সরকারের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে।
আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, তিন মাস ধরে মানুষ পুড়িয়ে হত্যা করে এখন নির্বাচনী প্রচারণায় নেমেছেন তিনি। এতে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে।
তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড এলার্ট জারি করায় নিজেদের লজ্জা ঢাকতে সরকারের ওপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন হাছান মাহমুদ।
আয়োজক সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আক্তারুজ্জামান, সাবেক সংসদ সদস্য শাহিন মনোয়ারা হক, মুক্তিযোদ্ধা শফিকুল বাহার টিপু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এজেডকে/একে/জেডএস